ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জের ৩ হাজার পরিবার পেল শুভসংঘের খাদ্যসহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
সিরাজগঞ্জের ৩ হাজার পরিবার পেল শুভসংঘের খাদ্যসহায়তা খাদ্যসামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। ‘শুভ কাজে সবার পাশে, কালের কণ্ঠ শুভসংঘ’ এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

 

কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে জেলার ৩ হাজার হতদরিদ্র পরিবারে খাদ্য সহায়তা হিসেবে চাল, আটা ও ডাল বিতরণ করা হয়।  

শনিবার (৭ আগস্ট) জেলার কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে ৩শ পরিবারে খাদ্য সহায়তা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এ বিতরণ কর্মসূচি।  

সোমবার (৯ আগস্ট) দুপুরে কামারখন্দে সাড়ে ৪শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ কর্মসূচি।  

সোমবার সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।  

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ উপস্থিত ছিলেন।  

তিন দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, শাহজাদপুর ইউএনও শাহ্ মো. শামছুজ্জোহা, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমরুল হাসান তালুকদার, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল আলম, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটি সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি, কালের কণ্ঠ বগুড়ার ব্যুরো চিফ লিমন বাশার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অসীম মণ্ডল, কণ্ঠ শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. নিত্য রঞ্জন পাল, সাধারণ সম্পাদক হোসেন আলী (ছোট্ট), নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, বাংলানিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, বনিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, বৈশাখী টিভির সুজিত সরকার, যমুনা টিভির গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।  

শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অসীম মণ্ডল জানান, তিনদিনে ৯টি উপজেলায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।  

শনিবার (৭ আগস্ট) তিন উপজেলায় ৯শ, রোববার (৮ আগস্টা) চার উপজেলায় ১২শ ও সোমবার (৯ আগস্ট) দুই উপজেলায় ৯শ পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।  

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ৩ কেজি আটা।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।