ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

খিলগাঁয়ে দু’টি কাভার্ড ভ্যানের সংঘর্ষ, উদ্ধারে ফায়ার সার্ভিস 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
খিলগাঁয়ে দু’টি কাভার্ড ভ্যানের সংঘর্ষ, উদ্ধারে ফায়ার সার্ভিস 

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় দু’টি কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছে। ঘটনার সময়  গাড়ির ভেতরে আটকে পড়া দু’জনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে।

 

সোমবার (৯ আগস্ট) বিকেলে খিলগাঁও মস্তমাঝি মোড়ে পৃথক দু’টি কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।  

ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গনি জানান, দু’টি কাভার্ড ভ্যানের সংঘর্ষে  ভেতরে দু’জন আটকে পড়ে। পরে আমরা জায়গাটি প্রশস্ত করে, ছোট কাভার্ড ভ্যানের আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।  

এর আগে কাভার্ড ভ্যানের চালক বেরিয়ে যান। তবে তিনিও আহত হয়েছেন।  

আহত তিনজন একটি কাভার্ড ভ্যানের। তারা হলেন- চালক সোহান (২৬), সাগর (২৬) ও সিদ্দিক (২৫)।

এদিকে খিলগাঁও থানা (এসআই) আব্দুর রউফ বাহাদুর জানান, একটি  ছোট ও আরেকটি বড় ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একটি কাভার্ড ভ্যানের চালকসহ তিনজন আহত হয়েছে। ঘটনার পরপরই একটি কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এজেডএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।