বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার পাইকড় হিন্দুপাড়া গ্রামে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছে।
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের চণ্ডী চন্দ্রের ছেলে গুপিচন্দ্র (৩২) ও ছেলে মিলন চন্দ্র (১০)।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার হিন্দুপাড়ার গুপি চন্দ্র বাড়ির পার্শ্ববর্তী জমিতে মরিচের চারা রোপণ করছিলেন গুপিচন্দ্র। তাকে সহযোগিতা করছিলেন ছেলে মিলন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
কেইউএ/এসআরএস