ঢাকা: এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশান এলাকায় একটি বহুতল ভবন এবং একটি বেসরকারি ব্যাংককে জরিমানা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এর মধ্যে কনকর্ড আই কে টাওয়ারকে চার লক্ষ টাকা এবং এইচ এস বি সি ব্যাংক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১১ আগস্ট) ডিএনসিসি’র অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানর নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে মোট ৪০টি স্থাপনা পরিদর্শন করা হয় বলে সিটি কর্পোরেশন সূত্রে জানানো হয়। এর মধ্যে এই দু’টি স্থাপনাতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ১১,২০২১
এসএইচএস/এসআইএস