নাটোর: নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে জাহিদ হাসান পাপ্পু (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বিকেলে সাড়ে ৩টার সময় উপজেলার কায়েমকোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জোয়াড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চাঁদ মাহমুদ বাংলানিউজকে জানান, সকাল থেকেই বাড়ির পাশে বিলে বাবার সঙ্গে কৃষি কাজে সহায়তা করছিল জাহিদ। বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। তবে বাবা আব্দুল জলিল অক্ষত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এনটি