ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
বড়াইগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে জাহিদ হাসান পাপ্পু (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিকেলে সাড়ে ৩টার সময় উপজেলার কায়েমকোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান পাপ্পু উপজেলার ওই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি আহম্মদপুর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

জোয়াড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চাঁদ মাহমুদ বাংলানিউজকে জানান, সকাল থেকেই বাড়ির পাশে বিলে বাবার সঙ্গে কৃষি কাজে সহায়তা করছিল জাহিদ। বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। তবে বাবা আব্দুল জলিল অক্ষত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।