ফেনী: ফেনীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় ডিবির ওসি সাইফুল ইসলামের ৪ দিন, বাকী পুলিশ কর্মকর্তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১১ আগষ্ট) দুপুরে ফেনী মডেল থানা থেকে ফেনীর সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্টেট আবদুল্লাহ খানের আদালতে আসামীদের হাজির করে পুলিশ, প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন ৷
আদালত প্রধান আসামী ডিবির ওসি সাইফুল ইসলামকে ৪ দিন ও বাকি ৫ পুলিশ কর্মকর্তাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস চট্রগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে তার গাড়ি থামিয়ে ২০টি স্বর্ণের বার ডাকাতি করেন ডিবি পুলিশের এই কর্মকর্তারা। এই ঘটনায় গোপাল কান্দি বাদী হয়ে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর কাছ অভিযোগ করলে তিনি তদন্ত করে সত্যতা পান।
পরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভূঁইয়া, ৩ এসআই, ২ এএসআইকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫টি বার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, ফেনীর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই-মো. মোতাহার হোসেন(পিপিএম), এসআই- মো. মিজানুর রহমান,এসআই নুরুল হক, এ এসআই অভিজিত বড়ুয়া এবং এ এসআই মাসুদ রানা।
কোর্ট ইন্সপেক্টর গোলাম জিলানী বলেন, দুপুর আড়াইটার দিকে তাদের কোর্টে আনা হয় এরপর আদঅলতে উপস্থাপন করা হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. আমির হোসেন সুমন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেনের আবেদনের ভিত্তিতে আদালত জিজ্ঞাসাবাদের সুবিধার্থে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ১১,২০২১
এসএইচডি/এসআইএস