ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

পরীমনি ও হেলেনা জাহাঙ্গীরসহ সাত জনের ব্যাংক হিসাব তলব

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
পরীমনি ও হেলেনা জাহাঙ্গীরসহ সাত জনের ব্যাংক হিসাব তলব পরীমনি

ঢাকা: চিত্রনায়িকা পরীমনি ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরসহ সাত জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়ার ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এই তথ্য চাওয়া হয়েছে।

বাকি পাঁচ জন হলেন—ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়াম আক্তার মৌ, মিশু হাসান, সালেহ চৌধুরী ওরফে কার্লোস এবং নজরুল ইসলাম।

প্রত্যেকের বাবা-মা ও স্বামীর নামের সঙ্গে স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা হয়েছে বিএফআইইউর চিঠিতে।

এই ছয় জন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেই সব হিসাবের যাবতীয় তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী) চাওয়া হয়েছে।

এদের মধ্যে পরীমনির ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে ১৬ আগস্টের মধ্যে। বাকি পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য ১২ আগস্টের মধ্যে চেয়েছে বিএফআইইউ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ১১,২০২১/আপডেট: ১৮৪৭ ঘণ্টা
এসই/এসআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।