ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীর ৩০০ পরিবারে হাসি ফোটাল কালের কণ্ঠ শুভসংঘ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
ঈশ্বরদীর ৩০০ পরিবারে হাসি ফোটাল কালের কণ্ঠ শুভসংঘ

ঈশ্বরদী (পাবনা): পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় ৩০০ অতিদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় সকলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ ছাড়া করোনা সুরক্ষায় মাস্ক বিতরণ ও করোনা সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

আজ বুধবার সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী দেয় শুভসংঘের সদস্যরা।

একটি স্কুলে কাজ করেন পলাশ মিয়া। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না। স্থবির হয়ে পরেছে আয়ের পথ। বর্তমানে ছেলে-মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পেয়ে পলাশ বলেন, করোনা মহামারি সময়ে এ সাহায্যে খুব উপকার হইলো। আল্লা পাক বসুন্ধরা মালিকেরে ভালো রাখুক।

মুন্নি বেগম নামের এক উপকারভোগী বলেন, আমাক স্বামী নাই বাবা। নিজে কাম করি খাই টুকটাক। বেটারা ভাত দেয় না। তোমাকেরে এই ত্রাণ দিয়া অল্প করে খাব, জীবনটা বাঁচাব।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘ আমাদের উপজেলার কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের আজ চাল, ডাল ও আটা দিয়েছে যা দিয়ে একটি পরিবার ৭-১০ দিন খেতে পারবে। এ জন্য আমি বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠ শুভসংঘকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা চাই আগামীতেও এসব মানবিক উদ্যোগে আপনারা ঈশ্বরদী উপজেলার অসহায় মানুষের দিকে খেয়াল রাখবেন।

পৌর মেয়র ইছাহক আলী মালিথা বলেন, করোনা মহামারির কারণে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। এ সময় তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। বসুন্ধরা গ্রুপ আমাদের উপজেলাসহ সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের খাদ্যসামগ্রী বিতরণ করছে। তাই তাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর করোনা থেকে সুরক্ষায় সবাই মাস্ক পরবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।  

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইনুল হক, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামিম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. ইমরান হোসেন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, পাবনা জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক শেখ রাফসান যানী সজিব, নাইম খান, সুচিত্রা পূজা, স্বর্ণা, শাহেরা আক্তার উর্মী, রাসেল হোসেন বিজয়, জীবন, উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি, ঈশ্বরদী শাখার শুভসংঘের মাসুম পারভেজ কল্লোল, আবির হাসান, সাদেকুল ইসলাম রাসেল, শারমিন সুলতানা, ফারজানা ফেরদৌস পুষ্প, আনিসুর রহমান, শাহরিয়ার নাফিজ স্বরণ, সোহানুর রহমান সোহান, রাকিবুল ইসলাম, আরাফাত জামান, আবির হোসেন, সঞ্জয় চৌধুরী, তকিবুল ইসলাম, জাকারিয়া হোসেন, সাইফ আহাম্মেদ, পাপ্পু ইসলাম, নিয়াজ মোরশেদ, আলিফ সরদার, রুবায়েত আলী, মাহিম মেহরাব, অন্তু, রাহাত হোসেন, রাশেদুল ইসলাম, আলিফ, মিম সিদ্দিকী, অনামিকা রহমান, নুসরাত জাহান সূচনা, সামিরা সুলতানা, অরূনী, জান্নাতুল নূর নুরী, আকাশ, ফয়সাল রাব্বী, নাইম, অপু রায়হান, মৈত্রী, তানজিদ রহমান, নিশান, অপি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।