করোনাকালে বেসরকারিভাবে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কার্যক্রমকে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।
বুধবার (১১ আগস্ট) উপজেলার দুস্থদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করে কালের কণ্ঠ শুভসংঘ।
তানভীর ইসলাম বলেন, সারা দেশে একযোগে প্রত্যেক উপজেলার দুস্থ পরিবারের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। তাঁরা যেমন ব্যবসাক্ষেত্রে প্রথম, তেমন করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত সৃষ্টিতেও প্রথম। আমি তাঁদেরকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। '
এ সময় বসুন্ধরা গ্রুপের সহায়তায় ৩০০ অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল, তিন কেজি ডাল ও তিন কেজি করে আটা দেওয়া হয়। উপজেলার দেবোত্তর কব বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।
খাদ্য সহায়তা পেয়ে আব্দুল গফুর নামের এক বৃদ্ধ বলেন, 'আল্লা বসুন্ধরা গ্রুপকে তৌফিক দিছে, তিনি আমাকেরে দিচ্ছেন। সবাই তো দিতে পারে না বাবা। আল্লাহ তাঁর হায়াত দেক। আমাকেরে আরো দিবার পারুক। তাঁর বাল-বাচ্চা সুখে থাকুক। তিনি যেন আরো পাঁচজনরে দান করবার পারেন। '
শুভসংঘের সদস্যদের উদ্দেশে খোদেজা বেগম নামের আরেক উপকারভোগী বলেন, 'তোমরা বাঁচি থাকো। আমরা জানি আবার পাই। তোমরা আবার দিবি আমরা আবার পাব। তোমাকের জন্য দোয়া করব। '
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ইউএনও মাকসুদা আক্তার মাসু, পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, আটঘরিয়া প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন, সাংবাদিক জিয়াউল হক রিপন, ৮ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন বাবু, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. ইমরান হোসেন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, পাবনা জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক শেখ রাফসান যানী সজিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসআই