ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় গোসল করতে নেমে যুবক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
কাঁঠালিয়ায় গোসল করতে নেমে যুবক নিখোঁজ

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হলত নদীতে গোসল করতে নেমে মো. জাহিদ হোসেন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার আমুয়া বাজারের হলতা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জাহিদ হোসেন বামনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হাবিবুর রহমানের (বিএসসি) ছেলে ও আমুয়া বন্দরের বসিন্দা (ভাড়াটিয়া)।

নিখোঁজ জাহিদের স্বজন ও প্রতিবেশী মাওলানা তোহা ইমাম জানান, প্রতিদিনের মতো জাহিদ বুধবার দুপুর ১টার দিকে বাজারের হলতা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে ডুব দেওয়ার পর আর উপরে না ওঠায় কিনারে থাকা তাইয়েবা নামের এক শিশু জাহিদের বাসায় গিয়ে খবর দেয়। পরে স্বজনরা নদীতে বিভিন্ন উপায়ে খোঁজা-খুঁজি করেও কোসো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বরিশাল থেকে আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।