ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতরাস্তা ট্রাক স্ট্যান্ড এলাকায় বৈদ্যুতিক সুইচ বোর্ডের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ওই কিশোর সাতরাস্তা ট্রাকস্ট্যান্ড এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে। ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এজেডএস/কেএআর