বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে আবু তাহের (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার (১১ আগস্ট) দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার ভোরে নিজ বাড়ির পাশে সুপারিবাগান থেকে ওই কলেজছাত্রে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্বজনদের অভিযোগ যুবক আবু তাহেরকে হত্যার পর গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে রাখা হয়েছে।
মৃত আবু তাহের মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মাওলানা হারুন অর রশিদের ছেলে। তিনি স্থানীয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমএস/এমজেএফ