বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ইউনুস (৬১) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সাড়ে ১১টায় গারুরিয়া ইউনিয়ন থেকে ছোট নৌকায় করে শ্রীপুর আসছিলেন ইউনুস। ঢেউয়ের তোড়ে তার হাতের বৈঠা নদীতে পড়ে যায়। বৈঠা উঠাতে গিয়ে সেও নদীতে পড়ে যায়। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ উদ্ধার অভিযান শুরু করলে বিকেল ৫টার দিকে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, জেলে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমএস/কেএআর