ঢাকা: ভারত থেকে সপ্তম দফায় আরও একটি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন এসেছে বাংলাদেশে।
বুধবার ( ১১ আগস্ট) ট্রেনটি বেনাপোল দিয়ে বাংলাদেশে পৌঁছেছে।
ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ১৮৬ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) সপ্তম চালান নিয়ে বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার (১০ আগস্ট) তরল মেডিক্যার অক্সিজেন বহনকারী ট্রেন ভারতের টাটানগর থেকে ছেড়ে আসে।
এর আগে আরও ৬ দফায় ২০০ মেট্রিক টন করে তরল মেডিক্যাল অক্সিজেন নিয়ে চারটি ট্রেন বাংলাদেশে আসে। এ নিয়ে ভারত থেকে সাত দফায় প্রায় ১ হাজার ৪০০ মেট্রিক টন অক্সিজেন এলো।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
টিআর/ওএইচ/