সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি এবং আমে অতিমাত্রায় কার্বাইড ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সলঙ্গা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে সানজিদা মেডিক্যাল হল নামে একটি ফার্মেসিতে পশুর সরকারি ভ্যাকসিন বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ৩০ হাজার এবং আমে অতিমাত্রায় কার্বাইড প্রয়োগ করার দায়ে এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, এ সময় সলঙ্গা বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিবীক্ষণ করা হয় এবং প্রচারপত্র বিলি করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসআই