কক্সবাজার: ‘লকডাউনের’ কারণে পত্রিকা বেচাকেনা প্রায় অর্ধেকে নেমে গেছে। আয় রোজগার প্রায় বন্ধ।
শুধু সিদুল নয়, এ রকম শত শত অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
বুধবার (১১ আগস্ট) দুপুরে কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কালেরকন্ঠ শুভ সংঘ অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় এক হাজার ৫০০ মানুষের হাতে দশ কেজি চাল, তিন কেজি আটা ও তিন কেজি করে ডাল দেওয়া হয়।
দেশের মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় এ আয়োজন।
এ আয়োজনে হকার সিদুলের মত আরও অনেকের মুখে হাসি ফুটেছে বসুন্ধরা গ্রুপের উপহার-সামগ্রী পেয়ে।
বুধবার খুরুশকুল ইউনিয়ন পরিষদের মাঠে উপহার সামগ্রী নিতে আসেন খুরুশকুল উত্তর ডেউলপাড়ার বিধবা লুৎফর নাহার বেগম। স্বামী মারা যাওয়ার পর দুই বছর ধরে ছেলের বউ নিয়ে আলাদা থাকেন লুৎফুর। তিনি বলেন, কাজ করতে না পারলে উপোস থাকতে হয়। বসুন্ধরার এই উপকারের কথা কোনো দিন ভুলব না।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমদ মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরা প্রমুখ।
এছাড়া খুরুশকুল ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি (কক্সবাজার) তোফায়েল আহমদ।
তিনি বলেন, বৈশ্বিক এই মহামারীতে কর্মহীন দরিদ্র মানুষের কথা চিন্তা করে খাদ্য সহায়তার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা প্রুপ। সারাদেশে খাদ্য সহায়তা বিতরণের মত কক্সবাজারের মানুষের পাশেও দাঁড়িয়েছে দেশের অন্যতম এ শিল্প-প্রতিষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কানিজ ফাতেমা আহমদ বলেন, জাতির এ দুঃসময়ে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপ যে মানবিকতার পরিচয় দিয়েছে তা মানুষ সারা জীবন মনে রাখবে।
খাদ্য বিতরণের সময় কক্সবাজার শুভ সংঘের সভাপতি রাজিব দেব দাশ, সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসবি/কেএআর