নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সন্ধ্যায় উপজেলার দেওয়ানবাগ এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরো একজন মারা গেছেন বলে শুনেছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।
এদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় দুজন মারা গেছেন। আহত আরো ১০/১২ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
আরএ