ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সন্ধ্যায় উপজেলার দেওয়ানবাগ এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরো একজন মারা গেছেন বলে শুনেছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।  

এদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় দুজন মারা গেছেন। আহত আরো ১০/১২ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।