ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুমতি নদীতে গোসল করতে নেমে শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
মধুমতি নদীতে গোসল করতে নেমে শ্রমিক নিখোঁজ

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে বেল্লাল মোল্লা (২৬) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।  

বুধবার (১৮ আগস্ট) বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শ্রমিক।

খবর পেয়ে বাগেরহাট, ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ বেল্লাল মোল্লা মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। তিনি জাহাজ বা কার্গো থেকে সিমেন্ট খালাসের কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। খুলনার ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিখোঁজ শ্রমিককে এখনও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।