ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কাজী আরেফ হত্যায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রওশন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
কাজী আরেফ হত্যায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রওশন আটক

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরেফ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রওশন ওরফে আলী ওরফে উদয় মণ্ডলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিননগত রাতে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, কাজী আরেফসহ একাধিক হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে গুলি করে কাজী আরেফকে হত্যা করে সন্ত্রাসীরা। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও রওশনসহ ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত পাঁচ আসামি পলাতক ছিলেন। সর্বশেষ রওশনকে আটক করলো র‌্যাব।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
পিএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।