ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ইউএনওর বাসায় হামলা: দুই মামলা, গ্রেফতার ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
ইউএনওর বাসায় হামলা: দুই মামলা, গ্রেফতার ১২

ব‌রিশাল: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দু‌টি মামলা দা‌য়ের করা হ‌য়েছে।

এ ঘটনায় মহানগর আওয়ামী ল‌ী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু ও রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহ‌ম্মেদ শাহা‌রিয়ার বাবুসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হ‌য়ে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিট‌নের কোতোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, দু‌টি মামলার ম‌ধ্যে এক‌টির বাদী ব‌রিশাল সদর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা মো. মু‌নিবুর রহমান এবং অপরটির বাদী পু‌লিশ।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার মামলায় তার বাসায় হামলা ও ভাঙচু‌রের অভি‌যোগ আনা হ‌য়ে‌ছে। আর পু‌লি‌শের দা‌য়ের করা মামলায় সরকা‌রি কা‌জে বাধা, পু‌লি‌শের ওপর আক্রমণ ও ভাঙচুরের অভিযোগ আনা হ‌য়ে‌ছে।

ওসি আ‌রও জানান, দু‌টি মামলায় ৩০-৪০ জ‌নের ম‌তো নামধারী এবং ক‌য়েকশত অজ্ঞাত আসামি র‌য়ে‌ছে।

এদিকে বেলা পৌ‌নে ১২টার দি‌কে নগ‌রের কা‌লিবা‌ড়ি রোডস্থ মেয়‌রের বাসভবন হঠাৎ ক‌রেই ঘি‌রে ফে‌লেন র‌্যাব ও পু‌লি‌শের সদস্যরা। এ সময় সেখা‌নে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট উপ‌স্থিত ছি‌লেন। মেয়‌রের বাসার ভেত‌রে নেতাকর্মীরা যে‌তে চাইলে তা‌তেও পু‌লিশ বাধা দেয়। ত‌বে কিছুক্ষণ পর সেখান থে‌কে আইন-শৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা চ‌লে যান।

এ বিষয়ে ওসি নুরুল ইসলাম ব‌লেন, আমা‌দের কা‌ছে তথ্য ছি‌ল রা‌তের ঘটনায় যারা জ‌ড়িত ছি‌লেন তাদের কেউ কেউ ওখা‌নে অবস্থান কর‌ছেন। সেজন্য সেখানে যাওয়া, ত‌বে সেখা‌নে গি‌য়ে সেরকম কাউকে পাওয়া যায়‌নি এবং কাউকে সেখান থে‌কে আটকও করা হয়‌নি।

সংশ্লিষ্ট নিউজ:
ইউএনওর বাসায় হামলা: মহানগর আ. লীগের যুগ্ম সম্পাদকসহ আটক ১৩
প্রধানমন্ত্রীর কাছে রেজিগনেশন লেটার দিয়ে দেবো: সিটি মেয়র সাদিক
গুলিবর্ষণের ঘটনা নিয়ে যা বললেন সিটি মেয়র সাদিক

বরিশালের মেয়র গুলিবিদ্ধ, দাবি ছাত্রলীগের

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।