ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেওয়া ঠিক হবে না। তবুও সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে দেশের দুই কোটি দরিদ্র মানুষ ও কর্মহারা পরিবারকে মাসে অন্তত দশ হাজার করে টাকা অনুদান দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, বর্তমানে ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে। তাই সবার আগে দেশের সব নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।
এর আগে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এসএমএকে/ওএইচ/