ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক আর নেই, প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক আর নেই, প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন।

প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এক শোকবার্তায়, প্রধানমন্ত্রী সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশিষ্ট সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, দীর্ঘদিনের সহকর্মী জাহিদুজ্জামান ফারুককে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

জাতীয় প্রেসক্লাব সূত্রে জানা গেছে, আজ (১৯ আগস্ট) আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাহিদুজ্জামান ফারুকের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমের মরদেহে শ্রদ্ধা জানানো হবে। প্রেসক্লাব ছাড়াও জাহিদুজ্জামান ফারুক ছিলেন অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য। সাংবাদিকতা–জীবনের দীর্ঘ সময় তিনি দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।