কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূর্ব বিরোধের জেরে ফরিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ আগস্ট) দিনগত রাতে উপজেলার সোনাহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সাইফুর রহমান (৩৫), সোহেল মিয়া (২২), রয়েল ইসলাম (২০) ও সাহেরা বেগম (৫০)। জানা যায়, আটক সাইফুরের নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ফরিদুল বাড়ি থেকে ভূরুঙ্গামারী আসার সময় সোনাহাট ব্রিজের পূর্ব পাড়ে শহীদ মোড় এলাকায় পৌঁছালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ব্রিজগাড় এলাকার কাদের আলীর ছেলে সাইফুর ও তার দুই ভাই তার পথরোধ করে সাইফুরের বাড়িতে তুলে এনে বেধড়ক মারধর করে। এতে ফরিদুল জ্ঞান হারিয়ে ফেলে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফরিদুলকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এফইএস/আরবি