নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালি একটি ভটভটির ধাক্কায় আব্দুল হাকিম (১৮) নামে বাইসাইকেলের এক আরোহী তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরের দিকে সরাইগাছী-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে মাদরাসা ছুটির পর হাকিম নিজ বাড়িতে যাওয়ার জন্য অপর এক ছাত্রকে সঙ্গে নিয়ে বাইসাইকেলে করে সরাইগাছি মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেলে থাকা দু’জনই পাকা সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় ভটভটিটি হাকিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এসআরএস