ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পোরশায় ভটভটির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
পোরশায় ভটভটির ধাক্কায় বাইসাইকেল আরোহী  নিহত

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালি একটি ভটভটির ধাক্কায় আব্দুল হাকিম (১৮) নামে বাইসাইকেলের এক আরোহী তরুণের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরের দিকে সরাইগাছী-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাকিম একই উপজেলার দিঘা বিশইল গ্রামের একরামুল হোসেনের ছেলে। তিনি মাদরাসাছাত্র ছিলেন।  

স্থানীয়রা জানান, দুপুরের দিকে মাদরাসা ছুটির পর হাকিম নিজ বাড়িতে যাওয়ার জন্য অপর এক ছাত্রকে সঙ্গে নিয়ে বাইসাইকেলে করে সরাইগাছি মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেলে থাকা দু’জনই পাকা সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় ভটভটিটি হাকিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।