সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নওগাঁ ইউনিয়নের মাটিয়া পুকুরপাড় এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটির ধাক্কায় শান্তি বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের ছেলে সাইফুল ইসলাম জানান, মাটিয়া পুকুরপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ভটভটির ধাক্কায় গুরুতর আহত হন তার বৃদ্ধা মা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বাংলানিউজকে জানান, খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২০২১
এসআরএস