ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঘর দেওয়ার নামে টাকা আদায়, তাড়াশে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
ঘর দেওয়ার নামে টাকা আদায়, তাড়াশে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিরাজগঞ্জ: আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯) বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বাংলানিউজকে জানান, স্থানীয় সরকার পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলাধীন সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী কর্তৃক সংঘঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪)(খ) ও (ঘ) অপরাধ সংঘঠিত করায় ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীর বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নাম করে বেশ কয়েকজন উপকারভোগীর কাছ থেকে বিভিন্ন পরিমাণে টাকা আদায়ের অভিযোগ করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহের বাকী বলেন, আমি এখনো সাময়িক বরখাস্তের চিঠি পাইনি।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।