নীলফামারী: নীলফামারীতে মোমিনুল ইসলাম (৩৫) নামে এক থাই ব্যবসায়ীর ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের সবুজপাড়াস্থ নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোমিন ওই এলাকার সাব্বির আলীর ছেলে। তিনি পেশায় থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ছিলেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এনটি