ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে জালটাকা জব্দসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
বকশীগঞ্জে জালটাকা জব্দসহ আটক ১ জব্দকৃত জালটাকা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে জালটাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহামুদ আলী ঘুটু নামে জালটাকা চক্রের এক সদস্যকেও আটক করা হয়।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে মাহামুদকে সাত দিনের রিমান্ড চেয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি শেরপুর জেলার কাকিলাকুরা কামারপাড়া গ্রামের দিলে মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিনগত রাতে মাহামুদকে নিজ বাড়ি থেকে জালটাকা চক্রের মাহামুদকে আটক করা হয়।  

জানা যায়, গত বৃহস্পতিবার বকশীগঞ্জ টিকরকান্দি গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশের এক সদস্য পাশের শ্রীবরদী উপজেলার মাহামুদের কাছে একটি গরু বিক্রি করেন। সে সময় মাহামুদ ও তার সহযোগিরা গরুর দাম পরিশোধের জন্য ওই গ্রাম পুলিশকে ২৫ হাজার টাকা দেন। এরপর সেই পুলিশ সদস্য ওই টাকা নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক বকশীগঞ্জ শাখায় জমা দিতে এলে জালটাকার বিষয়টি ধরা পড়ে। পরে এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় দায়ের করে ভুক্তভোগী।  

অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাহামুদকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় বিক্রিকৃত গরুটিও। পরে বকশীগঞ্জ থানায় মামলা শেষে শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল বাংলানিউজকে জানান, জালটাকা চক্রের অন্য সদস্য ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।