ঢাকা: পুরান ঢাকার সূত্রাপুরে হেলে পড়া ছয়তলা ভবন 'হাজী বাড়ী: এতটুকু বাসা' নির্মাণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নেওয়া হয়নি। ১৯৯৫ সালে খাল ভরাট করে কুলুটোলার তনুগঞ্জ লেনের এ বাড়িটি নির্মাণ করা হয়।
রোববার (২২ আগস্ট) থেকে এ বাড়িটি ভাঙা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী এ বিষয়ে বলেন, রাজউক এক কাঠার কম জমিতে ভবন নির্মাণের অনুমতি দেয় না। হেলে পড়া ভবনটি এক কাঠার কম জমিতে তৈরি করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) বাড়ির মালিক রাজউকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। তাকে দ্রুত বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কীভাবে অনুমোদন না নিয়ে বাড়িটি তৈরি করা হলো, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। গঠিত কমিটির তদন্তে রাজউকের কারও গাফিলতি পাওয়া গেলে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল ৫ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার এ বিষয়ে বলেন, আইন অনুযায়ী ভবনটির আশপাশের নিরাপত্তা নিশ্চিত করে এটি অপসারণ করা হবে। অপসারণের যাবতীয় খরচ বাড়ির মালিক শামিম আরা বহন করবেন।
শনিবার (২১ আগস্ট) বাড়ির সব মালপত্র খালি করা হবে এবং ভাঙার জন্য নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হবে। রোববার বাড়িটি ভাঙা শুরু হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
আরকেআর/এসআই