ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রম্যলেখক আতাউর রহমান আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
রম্যলেখক আতাউর রহমান আর নেই

সিলেট: বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক, সাবেক কূটনীতিক ও রম্যলেখক আতাউর রহমান আর নেই।

করোনা আক্রান্ত হয়ে শনিবার (২৮ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি....রাজিউন)।

মরহুমের শ্যালক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার ঢাকায় প্রথম জানাজা শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মরহুমের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ মাদরাসা মাঠে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আতাউর রহমান ১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কবির আহমদ আবুল খায়রাত।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর কিছুদিন সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ ও মদনমোহন কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীতে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিএসপি অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি লন্ডন ও রিয়াদের বাংলাদেশ বাণিজ্যিক ও কূটনৈতিকের দায়িত্ব পালন করেছিলেন।

আতাউর রহমান চাকরি জীবনে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক পদ থেকে ২০০২ সালে অবসর নেন। অবসরের পর তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। আতাউর রহমানের প্রকাশিত গন্থ ২৪টি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।