ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার খিচা এলাকায় ট্রাকচাপায় ওয়াসিকুল ইসলাম (৩৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) বিকেলের দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআরএস