রাজবাড়ী: মাছ ধরতে গিয়ে যেকোনো দুর্ঘটনায় জেলের মৃত্যু হলে তার পরিবারকে মৎস্য অধিদপ্তর থেকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
সভায় রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন সংবাদপত্রের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, মাছ ধরতে গিয়ে নিবন্ধিত কোনো জেলে বজ্রপাত, সাপের কামড়ে বা অন্য যেকোনো ভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য সরকারিভাবে ব্যবস্থা রয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামিমা আক্তার, খামার ব্যবস্থাপক সৈয়দ শাজাহান।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআরএস