ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় জেলের মৃত্যু হলে ৫০ হাজার টাকা সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
দুর্ঘটনায় জেলের মৃত্যু হলে ৫০ হাজার টাকা সহায়তা

রাজবাড়ী: মাছ ধরতে গিয়ে যেকোনো দুর্ঘটনায় জেলের মৃত্যু হলে তার পরিবারকে মৎস্য অধিদপ্তর থেকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান।

জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন সংবাদপত্রের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, মাছ ধরতে গিয়ে নিবন্ধিত কোনো জেলে বজ্রপাত, সাপের কামড়ে বা অন্য যেকোনো ভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য সরকারিভাবে ব্যবস্থা রয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামিমা আক্তার, খামার ব্যবস্থাপক সৈয়দ শাজাহান।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।