নওগাঁ: নওগাঁয় মিঠা পানির মাছ চাষে আগ্রহ বাড়ছে মৎস্য চাষিদের। বর্তমানে এ জেলায় ৩৪ হাজার মানুষ মাছ চাষের সঙ্গে জড়িত।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে শনিবার (২৮ আগস্ট) দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ জানান, ২০১৯-২০ অর্থ বছরে জেলার পুকুর-দিঘি, খাল-বিল, নদ-নদী, ঘের ও জলাশয় মিলিয়ে মোট মাছের উৎপাদন হয়েছিল ৮০ হাজার ৬০০ মেট্রিক টন। ২০২০-২১ অর্থ বছরে মাছের উৎপাদন হয়েছে ৮৩ হাজার ৬০৯ মেট্রিক টন। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে ৩ হাজার ৯ মেট্রিক টন বেশি মাছ উৎপাদন হয়েছে।
তিনি আরও জানান, জেলার মোট মাছের চাহিদা ৬১ হাজার ২১০ মেট্রিক টন। চলতি অর্থ বছরে নওগাঁর অভ্যন্তরীণ চাহিদার তুলনায় ২২ হাজার ৩৯৯ মেট্রিক মাছ বেশি চাষ হয়েছে। বর্তমানে জেলায় মোট জলায়তন ৪৭ হাজার ৭৫০ হেক্টর। গত দু’বছরে এ জেলায় প্রায় দেড় হাজার হেক্টর জমির পুকুর ও ঘের মাছ চাষের আওতায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআরএস