ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় কৃষকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
রাজধানীতে বাসের ধাক্কায় কৃষকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় কবির হোসেন (৫৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (২৮ আগস্ট) বিকেল সোয়া পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।

কবির কুমিল্লা মুরাদনগর উপজেলার বাসিন্দা।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান বাংলানিউজকে জানান,  কবির রাইড শেয়ারিং উবারের একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মিরপুর রোডের কলাবাগান এলাকায় পৌঁছালে ধামরাই পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কবির। এ ঘটনায় উবার চালক আহত হয়েছেন।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।