রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতিতে গোটা পৃথিবীই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পৃথিবীর অনেক উন্নত দেশকেও কোভিড পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
শনিবার (২৮ আগস্ট) দিনব্যাপী রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় সরকারের উন্নয়ন কাজ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলাম বলেন, কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে উন্নয়ন কর্মগুলো সঠিকভাবে করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে সঠিক পরিকল্পনায় বর্তমান উন্নয়ন কাজগুলো করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আড়ানী বাজারকে ভবিষ্যতে আধুনিক ও মডেল বাজার হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বুঝে সঠিকভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বিদ্যমান করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন আমরা অনেককে হারিয়েছি, অনেক চেনা মুখ আমাদের ছেড়ে চলে গেছে। এমনও হয়েছে অনেকে জানেই না যে সে কোভিড হয়ে মারা গেছেন। এ জন্য অনেক সময় আমাদের বিপদে পড়তে হয়েছে। সাধারণ সর্দি-কাশি মনে করে এখনো অনেকে কোভিডকে গুরুত্ব দিচ্ছেন না।
স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে আমরা এখনো অনীহা প্রকাশ করছি। অনেকেই মাস্ক পরছি করছি না। এটা করলে চলবে না। এ সময় তিনি সবাইকে অত্যন্ত গুরুত্বসহকারে মাস্ক পরার আহ্বান জানান।
শনিবার দিনের প্রথম ভাগে প্রতিমন্ত্রী আড়ানী বাজারে মার্কেট নির্মাণ কাজ, বেড়েরবাড়ী ও পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হরিনা মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পরে আড়ানী বাজারে মার্কেট নির্মাণ কাজ উদ্বোধন করেন।
বিকেলে প্রতিমন্ত্রী, তেপুকুরিয়া, বেলগাছি ঢাকা-চন্দ্রগাতি, পাকুরিয়া ও তুলশীপুরে চারটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বারখাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসএস/এমআরএ