ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চিলমারীতে মাদকসহ ২২ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
চিলমারীতে মাদকসহ ২২ মামলার আসামি গ্রেফতার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলা থেকে মাদকসহ ২২ মামলার আসামি খোকা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) রাতে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা (ফকিরপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ খোকা মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ ২২টি মামলা বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।