ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

২ কেজি গাঁজাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
২ কেজি গাঁজাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার 

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে দুই কেজি গাঁজাসহ মনির হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ।


 
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। মনির হোসেন মাধবপুর থানায় কর্মরত ছিলেন। মনিরের সঙ্গে তার আরেক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।
 
চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহসিন আল মুরাদ বাংলানিউজকে জানান, সোমবার রাতে মনতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দুই কেজি গাঁজাসহ কনস্টেবল মনির ও তার সহযোগীকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
 
তিনি আরও জানান, দুই কেজি গাঁজাসহ গ্রেফতারের পর কনস্টেবল মনিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।