ঢাকা: নারায়ণগঞ্জের কাঁচপুরে ও ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩০) ও আশানবী (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে তাদের মৃত্যু হয়।
আল আমিন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের খালপাড় এলাকার আ. আজিজের ছেলে। আর আশানবীর বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলার হবিপুর গ্রামে।
কাঁচপুরের আলী নুর পেপারস মিলের কর্মচারী শায়েদ মাহমুদ মিলন বাংলানিউজকে জানান, আল আমিন তাদের কারখানা পরিষ্কার করার জন্য যান। কারখানা পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে আশানবীর সহকর্মী মো. সোহেল জানান, ফতুল্লার নুরবাগ এলাকায় একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন তারা। এক পর্যায়ে পাইলিংয়ের রড পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ৩১,২০২১
এজেডএস/ আরআইএস