ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
গাজীপুরে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ আগস্ট) দিনব্যাপী গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সারদাগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই এলাকায় প্রায় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া গ্যাসের চুলা ও পাইপসহ গ্যাস সংযোগের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মামুনুর রহমান ও সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফসহ অন্যান্য কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।