ঢাকা: আগামী বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের ১৪তম অধিবেশন। বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন ৷ এটি চলতি বছরের চতুর্থ অধিবেশন। অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সংসদের এ অধিবেশন সংক্ষিপ্ত করা হবে। এ অধিবেশনটি সর্বোচ্চ চার থেকে পাঁচ কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত অন্যান্য অধিবেশনের মতোই এ অধিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। এবার অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে বলে জানা গেছে।
করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত জাতীয় সংসদের প্রত্যেকটি অধিবেশন কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে এবং তা সংক্ষিপ্ত করা হচ্ছে। সংসদের এ অধিবেশনেও সাংবাদিকরা সংসদ ভবনে উপস্থিত হয়ে কাভার করার অনুমতি পাননি। এবারও জাতীয় সংসদের অধিবেশন সংসদ টিভিতে সরাসরি সম্প্রচার দেখে কাভার করতে হবে।
বাংলাদোশ সময়: ২৩২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসকে/আরবি