ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

ঢাকা: রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় আসাদুল ইসলাম জাহিদ (৩১) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে শেখেরটেক ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। আহত জাহিদ মিরপুর ১ নম্বর সেকশনের বুদ্ধিজীবী ক্রীড়াঙ্গন এলাকায় থাকেন। বিভিন্ন মসলার ব্যবসা রয়েছে তার।

হাসপাতালে আহত জাহিদ জানান, সন্ধ্যার পরে তিনি শেখেরটেক ৮ নম্বর বাজারে যাচ্ছিলেন পাওনা টাকা জন্য। ৬ নম্বর রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এরপর তার কাছ থেকে মানিব্যাগ ও দু’টি মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরে তিনি তাদের পিছু নিলে তাদের মধ্যে একজন তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে। এছাড়া হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে তারা। এতে আহত অবস্থায় তিনি পড়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে তার পরিচিতরা তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। তার মানিব্যাগে প্রায় ১ হাজার ছিল।  

হাসপাতালে আহতের সঙ্গে থাকা প্রতিবেশী ছোট ভাই মো. সুজন জানান, শেখেরটেরের ওই এলাকাতে প্রায়ই এ রকম ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় রাত ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।