ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ইংলিশ অ্যাক্সেস মাইক্রো স্কলারশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছে ২০০ শিক্ষার্থী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
ইংলিশ অ্যাক্সেস মাইক্রো স্কলারশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছে ২০০ শিক্ষার্থী

ঢাকা: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত ইংলিশ অ্যাক্সেস মাইক্রো স্কলারশিপ প্রোগ্রামের নতুন কোর্সের জন্য নির্বাচিত হওয়া ২০০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মিলার জীবন বদলে দেওয়ার এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা, সিলেট ও চট্টগ্রামের স্থানীয় মাদরাসা, সরকারি ও কারিগরি স্কুলের ১০০ জন তরুণী ও ১০০ জন তরুণ শিক্ষার্থীর প্রশংসা করেছেন।  

তিনি বলেন, অ্যাক্সেস প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আমাদের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ বন্ধুত্ব গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা আপনাদের তারুণ্য দিয়ে আগামী ৫০ বছরের জন্য এগিয়ে যাওয়ার যে পথ রচনা করবেন অন্যরা সেটা অনুসরণ করবে। এছাড়া আপনারা দু’দেশের মধ্যে সম্পর্ককে আরো জোরদার করতে কাজ করবেন।

ইংলিশ অ্যাক্সেস মাইক্রো স্কলারশিপ কর্মসূচি হলো একটি দুই বছরের কঠোর অনুশীলনের ইন্টারঅ্যাকটিভ কোর্স যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠী থেকে আসা ১৩-১৭ বছরের শিক্ষার্থীরা অংশ নিয়ে ইংরেজি ভাষা শেখে, আমেরিকান সংস্কৃতি সম্পর্কে জানে, বিশ্লেষণী চিন্তা করার সামর্থ্য ও নেতৃত্বদানের দক্ষতা অর্জন করে। এ সবকিছুই তাদের ভবিষ্যতের জন্য উচ্চতর শিক্ষা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। ২০০৪ সালে এ কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি শিক্ষার্থী সফলভাবে এ কোর্স সম্পন্ন করেছে। বিশ্বের ৮৫টি দেশে ১ লাখেরও বেশি এ কোর্স সম্পন্নকারী প্রাক্তন শিক্ষার্থী রয়েছে।

অ্যাক্সেস কর্মসূচি ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অনেক উদ্যোগের অন্যতম। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের সঙ্গে জনগণের এবং শিক্ষা বিষয়ক সম্পর্কগুলো জোরদার ও সম্প্রসারণ করার পাশাপাশি স্থানীয়ভাবে শিক্ষার মান বাড়ানো ও উদ্ভাবনী শিক্ষার সুযোগ তৈরি করার মাধ্যমে বাংলাদেশি তরুণ-তরুণীদের ক্ষমতায়ন করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।