ঢাকা: আফগানিস্তানে আটকেপড়া ছয়জন বাংলাদেশি নাগরিক মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ঢাকায় ফিরেছেন।
কাবুল থেকে এ ছয় বাংলাদেশি কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাবুলে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় গত শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরও ছয় বাংলাদেশি দোহায় পৌঁছেন। এর আগে কাবুল থেকে তিন বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন। এর মধ্যে থেকে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি প্রথম ধাপে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন।
এদিকে ব্র্যাকের তিনজন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিনজন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
টিআর/আরবি