ঢাকা: এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংল নগর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলমকে (৩২) গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ওই তরুণীর দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মঙ্গলবার সকালে গুলশান থানায় দায়েরকৃত একটি মামলার পরিপ্রেক্ষিতে খায়রুলকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, মাস খানেক আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করতে গিয়ে এসআই খায়রুলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। তার সূত্র ধরে খায়রুল তাকে বিভিন্ন সময় ফোন করে দেখা করতে বলতেন। গত সোমবার (৩০ আগস্ট) সকালে অফিসে যাওয়ার সময় স্কয়ার হাসপাতালের কাছে পান্থপথে খায়রুল ওই তরুণীকে দেখতে পান।
বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেওয়ার কথা বলে এসআই খায়রুল তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে এক বাসায় নিয়ে যান। এরপর খায়রুল বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তাকে মোটরসাইকেলে করে পান্থপথে নামিয়ে দিয়ে যান এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখান বলেও মামলায় উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
পিএম/আরবি