ঢাকা: রাজধানীর খিলগাঁও বাগিচা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিহাব (২৫) নামের এক যুবক মারা গেছেন। শিহাব র্যাব-৩ এর সিপিসি-১এর আউটসোর্সিংয়ে বাবুর্চির কাজ করতেন।
বুধবার (১সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব সদস্য আশরাফ উদ্দিন জানান, শিহাব সিপিসি১ এর আউটসোর্সিংয়ে কাজ করতেন। সকালে শিহাবকে নিয়ে তার বাজারে যাওয়ার কথা ছিল।
আশরাফ উদ্দিন বলেন, শিহাব আগে বের হয়ে যায়। কিছুক্ষণ পর জানতে পারি শিহাব বাগিচা মসজিদ সংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। পরে সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে মারা যান। শিহাবের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। বর্তমানে ক্যাম্পেই থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এজেডএস/এসআইএস