ঢাকা: সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন।
বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন- দিনাজপুর চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু, পার্বতীপুর উপজেলা পরিষদের রুকসানা বারী রূকু, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঋতু আক্তার, ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া পারভিন লাকি প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. সেলিনা রশিদ বলেন, এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মহিলা ভাইস চেয়ারম্যানদের কোন ভূমিকা নেই।
মানববন্ধন থেকে বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নের অধিকার ও সর্বস্তরের নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে সাক্ষরতা ক্ষমতা বাস্তবায়ন করা, উপজেলা পরিষদের উন্নয়ন বাজেটের শতকরা ২৫ শতাংশ নারী উন্নয়ন খাতে মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে বাস্তবায়ন করাসহ ৮ দফা দাবি তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরকেআর/এমআরএ