ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে রনি (৩০) নামে এক ফল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষাণা করেন।
রনির মা রানু বেগম জানান, তারা মা ও ছেলে দুজনে খিলগাঁওয়ের গোড়ান বাজারে ফলের ব্যবসা করেন। ভোর ৫টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাসার বাইরে যান। এ সময় রনি ও তার বোনরা ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন রনির ছোট বোন। পরে দ্রুত রনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কি কারণে রনি গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি স্বজনরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এজেডএস/আরআইএস