সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ (২৬)।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পাটুরিয়াগামী অজ্ঞাত একটি গাড়ি ঢাকাগামী ওই মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহত দু’জনের পরিবারকে খবর দেওযা হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরআইএস