ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

‌‘পুলিশ নিউজের’ যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
‌‘পুলিশ নিউজের’ যাত্রা শুরু

ঢাকা: পুলিশের বিভিন্ন অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে ‘পুলিশ নিউজ’ নামে একটি পোর্টাল চালু করেছে বাংলাদেশ পুলিশ।

পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক খবর ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে।

নিউজ পোর্টালটিতে থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে news.police.gov.bd নামে পোর্টালটির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে আইজিপি বলেন, প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরবর্তীতে আমরা ইংরেজি ভার্সন চালু করবো। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে। এছাড়া প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে। সেগুলো তুলে ধরা হবে এখানে।

পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে বলেও জানান তিনি।

আইজিপি বলেন, পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।

বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে এ নিউজ পোর্টাল। আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম তখন সরকারি দপ্তর হিসেবে প্রথমবারের মতো মিডিয়া সেন্টার করা হয়। সাংবাদিকদের সুবিধার্থে সেখানে ডেস্কটপ দেওয়া হয়েছে, ওয়াই-ফাই, লাউঞ্জ করা হয়েছে।

এছাড়া আমি যখন র্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়া পাড়াখ্যাত কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টার করি।

ডিএমপি কমিশনার থাকাকালীন ডিএমপি নিউজ নামে একটি পোর্টাল চালু করা হয় ২০১৩ সালে। যেটি পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এখন ব্যাপকভাবে সারা দেশের পুলিশের নিউজগুলো পুলিশ নিউজের মাধ্যমে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।