ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্তে ১০০ ভরি স্বর্ণসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
কলারোয়া সীমান্তে ১০০ ভরি স্বর্ণসহ আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য আনা ১০০ ভরি ওজনের স্বর্ণসহ (১০টি বার) মনিরুল ইসলাম (৫০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে কলারোয়া উপজেলার বজ্রবাকস বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা গ্রামে।

বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অপস অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের বজ্রবাকস বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০০ ভরি (১ কেজি ১৬৬ গ্রাম ৪০০ মিলি গ্রাম) ওজনের ১০টি স্বর্ণেরবারসহ মনিরুল ইসলামকে আটক করা হয়।

আটক মনিরুলকে কলারোয়া সদর থানায় সোপর্দ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।